ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত বড় ভাই, কোয়ারেন্টাইনে গাঙ্গুলি

প্রকাশিত: ১২:২৩, ১৬ জুলাই ২০২০

করোনায় আক্রান্ত বড় ভাই, কোয়ারেন্টাইনে গাঙ্গুলি

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বড় স্নেহাশিষ গাঙ্গুলি। বুধবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) যুগ্ম সচিব স্নেহাশিষ গাঙ্গুলির শরীরে মিলেছে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি। গত কয়েকদিন ধরে জ্বর অনুভব করায় সচেতনতাবশত কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন স্নেহাশিষ। পরে তার ফল পজিটিভ আসলে ভর্তি হয়েছেন কলকাতার বেলে ভুই হাসপাতালে। বড় ভাইয়ের করোনা ধরা পড়ার পর সৌরভ গাঙ্গুলি নিজেকে বন্দী করেছেন হোম কোয়ারেন্টাইনে। সিএবির এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন স্নেহাশিষের করোনা পজিটিভ হওয়ার খবর। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, ‘গত কয়েকদিন ধরেই টানা জ্বরে ভুগছিলেন স্নেহাশিষ। পরীক্কা করানোর পর আজ (বুধবার) তার ফলাফল এসেছে পজিটিভ। তিনি এখন বেলে ভুই হাসপাতালে ভর্তি রয়েছেন।’ একই খবর জানিয়ে সৌরভ গাঙ্গুলির এক ঘনিষ্ঠ সূত্র বলেছে, ‘(বুধবার) সন্ধ্যার পরে পরীক্ষার ফলাফল জানা গেছে। স্বাস্থ্যবিধি মেনে এখন নির্দিষ্ট সময়ের জন্য সৌরভ গাঙ্গুলিকেও হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।’ গত মাসের মাঝামাঝি সময়ে করোনা পজিটিভ হয়েছিলেন স্নেহাশিষ গাঙ্গুলির স্ত্রী এবং তার শ্বাশুড়িসহ মোট চার জন। তখন সেই বাড়ি ছেড়ে বেহালায় নিজের পৈতৃক বাড়িতে চলে এসেছিলেন স্নেহাশিষ। তবু নিজেকে করোনামুক্ত রাখতে পারেননি তিনি। অবশ্য নিয়মিতই ফ্যাক্টরিতে যেতে হতো স্নেহাশিষকে। সেখান থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনাই বেশি।
×