ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা রোগীর চিকিৎসায় রেমডেসিভির ওষুধ তৈরি করল ইরান

প্রকাশিত: ১১:৩২, ১৬ জুলাই ২০২০

করোনা রোগীর চিকিৎসায় রেমডেসিভির ওষুধ তৈরি করল ইরান

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ইরান রেমডেসিভির ওষধু তৈরি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন এদেশের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি। সম্প্রতি তিনি মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীকে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারে এখন পর্যন্ত এমন নির্ভরযোগ্য কোনো ওষুধ বিশ্বে তৈরি হয়নি। তবে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে করোনার চিকিৎসার জন্য রেমডেসিভির প্রয়োগ করা হচ্ছে এবং আগামী সপ্তাহ থেকে ইরানেও এই ওষুধ তৈরির কাজ শুরু হবে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ বিষয়ক কর্মতৎপরতার বর্ণনা দিতে গিয়ে নামাকি বলেন, ইরানি বিজ্ঞানীরা ৫৭টি দলে বিভক্ত হয়ে করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে গবেষণা করছেন এবং তাদের গবেষণালব্ধ যেকোনো ফলাফল দেশের সেরা ৫০ চিকিৎসককে নিয়ে গঠিত একটি কমিটিতে যাচাই-বাছাই করা হচ্ছে। সাঈদ নামাকি বলেন, করোনার ওষুধ আবিষ্কারের প্রক্রিয়ায় জড়িত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশে হিসেবে ইরানি বিজ্ঞানীদের গবেষণার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে।
×