ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-মাল্টা সম্পর্ক আরও জোরদার হবে

প্রকাশিত: ০১:২৪, ১৬ জুলাই ২০২০

বাংলাদেশ-মাল্টা সম্পর্ক আরও জোরদার হবে

জনকণ্ঠ ডেস্ক ॥ আগামী দিনে বাংলাদেশ ও মাল্টার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে উভয় দেশ। মাল্টায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসী হাইকমিশনার মোঃ জসীম উদ্দিন ও সে দেশের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব ক্রিস্টোফার কুটাজার পররাষ্ট্র দফতরে এক বৈঠকে এ প্রত্যাশা করেন। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। বৈঠকে বাংলাদেশ ও মাল্টার মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মাল্টার নবনিযুক্ত পররাষ্ট্র সচিবের কাছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের পাঠানো শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন। হাইকমিশনার মোঃ জসিম উদ্দিন গত বছর মাল্টায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ঐতিহাসিক দ্বিপাক্ষিক সফরের কথা উল্লেখ করে বলেন, ওই সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যকার সম্পর্ক গতি লাভ করে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সফরকালে বিশেষত অর্থনৈতিক কূটনীতি প্রাধান্য পেয়েছিল, যার ফলে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার দ্বার উন্মোচনের সুযোগ সৃষ্টি হয়।
×