ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুবিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি

প্রকাশিত: ০১:১৯, ১৬ জুলাই ২০২০

খুবিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বুধবার দুপুরে খুলনা বিশ^বিদ্যালয়ে (খুবি) হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ শুরু হয়। লোকাল গবর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের অর্থায়নে খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগিতায় এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। স্যানিটাইজারগুলো খুলনা জেলার ৬৮ ইউনিয়ন পরিষদের প্রায় ২০ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে। হ্যান্ড স্যানিটাইজার ছাড়াও প্রত্যেক পরিবারের জন্য ওয়াশেবল মাস্ক, ব্লিচিং পাউডার এবং সাবান প্রদান করা হবে।
×