ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রকাশিত: ০১:১৮, ১৬ জুলাই ২০২০

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৫ জুলাই ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রতিষ্ঠাবার্ষিকী ২০২০ উদ্যাপন করা হয়েছে। বুধবার প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। এদিন ছিল উদ্বোধনী ঘোষণা, শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় ২০০১ সালে সংসদে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হয়। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বর্তমান প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, তিনি না হলে নোয়াখালীতে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হতো না। এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ প্রমুখ। বিজয়নগরে পিকআপ ভ্যান খাদে পড়ে চালক নিহত স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিজয়নগরে মালবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে চালক আমির হোসেন (২৪) নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার রামপুর-মনিপুর সড়কের ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীঘর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। জানা যায়, আমির হোসেন পিকআপ ভ্যানে করে বন্ধু চুলা সরবরাহ শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
×