ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সন্তান হত্যার বিচার চেয়ে বাবা-মা কাঁদলেন, কাঁদালেন

প্রকাশিত: ০০:৪২, ১৬ জুলাই ২০২০

সন্তান হত্যার বিচার চেয়ে বাবা-মা কাঁদলেন, কাঁদালেন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ জুলাই ॥ ঠাকুরগাঁওয়ে শিশু সন্তান জয়ের হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার মানববন্ধনে দাঁড়িয়ে কাঁদলেন মা-বাবা, কাঁদালেন পথচারীদের। জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পঞ্চম শ্রেণীর ছাত্র জুলফিকার হাসান জয়কে নির্মম শারীরিক নির্যাতন ও শ^াসরোধ করে হত্যার পর পানিতে ফেলে দেয়ার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে বুধবার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করে এলাকাবাসী ও স্বজনেরা। সকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচীতে পালন করা হয়। এতে নিহত জয়ের মা-বাবা, শিক্ষক, এলাকাবাসী ও স্বজনেরা অংশ নেন। কর্মসূচী চলাকালে নিহতের বাবা হযরত আলী, মা ফাতেমা বেগম তাদের সন্তান জয়ের হত্যাকারীদের গ্রেফতারসহ বিচার চাইতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং অঝোর ধারায় তাদের কাঁদতে দেখে অনেক পথচারীও চোখের পানি ধরে রাখতে পারেননি। এ সময় বক্তব্য রাখেন নিহতের স্কুলের পরিচালক তৈয়বুর রহমান, কালমেঘ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ হেল বাকি, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, স্থানীয় বাসিন্দা আহসান হাবীব রনিসহ আরও অনেকে। বক্তাগণ অভিযোগ করে বলেন, হত্যাকা-ের মূল অভিযুক্ত আসামি এখনও ধরা ছোঁয়ার বাইরে। মামলা ভিন্ন খাতে প্রবাহের জন্য একটি মহল অপতৎপরতা চালাচ্ছে এবং নিহতের পরিবারের স্বজনদের প্রাণনাশের হুমকি ও মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে। পরে তারা দ্রুত তাদের দাবি পূরণের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলার ভাঙ্গাটলী গ্রামের বাসিন্দা ও কলেজ শিক্ষক হযরত আলীর ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র জুলফিকার হাসান জয়কে গত ২০ জুন দুপুর থেকে নিখোঁজ হয়। পরের দিন তাদের বাড়ির পার্শ্বে ডোবায় জয়ের মরদেহ পাওয়া যায়।
×