ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় শিক্ষকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০০:৪২, ১৬ জুলাই ২০২০

নেত্রকোনায় শিক্ষকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৫ জুলাই ॥ পূর্বধলা উপজেলার জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রাণনাশের হুমকি ও বিদ্যালয়ের নির্মাণ কাজে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা শিক্ষক সমিতি। বুধবার দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি বদরুজ্জামান, জারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, শিক্ষক নেতা মেজবাহ উদ্দিন আহমেদ রুমী, সাংবাদিক এমদাদুল ইসলাম, সাখাওয়াত হোসেন শিমুল প্রমুখ। জানা গেছে, মঙ্গলবার বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে সাইকেল স্ট্যান্ডের মেঝে পাকা ও সীমানা প্রাচীর নির্মাণ করার সময় এলাকার এক প্রভাবশালী ব্যক্তি বাধা দেন। এ সময় তার লোকজন সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে এবং শিক্ষকদের প্রাণনাশের হুমকি প্রদর্শনসহ গালাগাল করে। কক্সবাজারে মই থেকে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বিদ্যুত লাইনের কাজ করে মই বেয়ে নিচে নামার সময় মই থেকে পিচলে পড়ে মারা গেছেন কক্সবাজার পৌরসভার ইলেক্ট্রিশিয়ান জাহাঙ্গীর আলম। বুধবার বেলা ১টার দিকে পৌরসভার ইসুলুর ঘোনায় এ ঘটনা ঘটে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ইলেক্ট্রিশিয়ান জাহাঙ্গীর আলম (৩৬) মই থেকে পিচলে পড়ে গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষণিক কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে সেখান তিনি মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীর আলম শহরের উত্তর রুমালিয়ার ছরার আবদুল্লাহ প্রকাশ কালু মিস্ত্রির ছেলে।
×