ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে এবার আমের ভাল দাম পেয়ে কৃষক খুশি

প্রকাশিত: ০০:৩৮, ১৬ জুলাই ২০২০

চাঁপাইয়ে এবার আমের ভাল দাম পেয়ে কৃষক খুশি

ডিএম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ ॥ গাছে গাছে আমের ছড়াছড়ি। কিন্তু ক্রেতা নেই। আম নিয়ে এই অঞ্চলে কৃষকের আলাদা বাজেট হতে পারত। কিন্তু তা আর হবে না করোনার কারণে। কারণ আমেরিকা ও ইউরোপের বাজার খুঁজলেও আম পাওয়া যাবে না এখন। অর্থাৎ আমের আকাল চলছে দুটি মহাদেশে। আম নিয়ে যে সূচনা হয়েছিল তা এখন অনেকটাই স্বপ্নে রূপান্তরিত হয়েছে। আগে মাত্র দুই জেলায় আম হতোÑ একটি চাঁপাই অপরটি রাজশাহী। এখন অনেক জেলাতেই ভাল আম হয়। এবার চাঁপাইয়ের আম পেকেছে অনেক পরে। রাজশাহীর আম পরিপক্ব হয়েছে অনেক আগে। তাই এবার ম্যাংগো ট্রেন দিলেও চাঁপাইয়ের আম গেছে ঢাকা ও চট্টলাতে অনেক পরে। জেলার সব চেয়ে বেশি আম উৎপন্ন হয় শিবগঞ্জে। প্রায় ১০ লাখ হেক্টর জমিতে আম উৎপন্ন হয়। বহৎ আম বাজার কানসাটে। এখানে দুশ’র অধিক আড়ৎ বসে। শিবগঞ্জে দুই ধরনের আম হয়ে থাকে। এক ধরনের আগাম। পরবর্তী ধাপে হয়ে থাকে নামলা জাতীয় ফল। এর মধ্যে আশ্বিনা প্রধান। এছাড়া রয়েছে ক্ষীরশাপাত। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের আম খুবই সুস্বাদু ও মিষ্টি। এই অঞ্চলে এবার সরকারী হিসাবে সাড়ে তিন লাখ টন আম হবে। তবে বেসরকারী হিসাবে তা ৫ লাখ টন ছাড়িয়ে যাবে। কয়েক বছরের লস এবার কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে আম চাষী। সব আমের দাম চড়া। ক্ষীরশাপাত এখনও ২৮০০ টাকা মণদরে বিক্রি হচ্ছে।
×