ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলে গেলেন ভাষা সৈনিক ডাঃ সাঈদ হায়দার

প্রকাশিত: ২৩:২৮, ১৬ জুলাই ২০২০

চলে গেলেন ভাষা সৈনিক ডাঃ সাঈদ হায়দার

স্টাফ রিপোর্টার ॥ না ফেরার দেশে পাড়ি জমালেন শহীদ মিনারের সহ-নক্সাবিদ ভাষা সৈনিক ডাঃ সাঈদ হায়দার। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন একুশে পদক জয়ী দেশের এই বরেণ্য ভাষাসৈনিক (ইন্নালিল্লাহি...রাজিউন। একে একে চিরায়ত গন্তব্যের পথে পাড়ি দিচ্ছেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সোনার বাংলার সেনানিরা। এবার সেই অন্তিম যাত্রায় নাম লিখালেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, প্রথম শহীদ মিনারের সহ-নক্সাবিদ, ভাষা সৈনিক ডাঃ সাঈদ হায়দার। ডাঃ সাঈদ হায়দার হলেন একজন বাংলাদেশী ডাক্তার ও লেখক। তিনি ১৯৫২’র ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি একুশের চেতনা পরিষদের সহসভাপতি ও প্রথম শহীদ মিনারের অন্যতম সহযোগী নক্সাবিদ। ভাষা আন্দোলনে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৬ সালে তাকে একুশে পদক প্রদান করে। হায়দার ১৯২৫ সালের ৫ পৌষ পাবনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ পাস করেন। তিনি কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হলেও দেশ ভাগের পর ঢাকা মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন। তিনি সহশিক্ষার্থীদের মধ্যে সবার বয়োজ্যেষ্ঠ ছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিক্যাল কলেজে ছাত্ররা প্রথম শহীদ মিনার গড়ে তোলে আর এর নক্সা করেন বদরুল আলম, তাকে সহযোগিতা করেছিলেন সাঈদ হায়দার, যা ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনী ধ্বংস করে দেয়।
×