ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আব্দুর রাজ্জাক রাজু

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ২১:৫৮, ১৬ জুলাই ২০২০

মানুষ মানুষের জন্য

ইংরেজী প্রবাদে রয়েছে, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। বাংলা প্রবাদে আছে, মানুষ নিজেই আপন সুখের কারিগর। প্রবাদে আরও আছে, ‘স্বাস্থ্য বিধি করলে পালন, চিরসুখী হবে সেজন।’ এমনিভাবে পৃথিবীর বিভিন্ন ভাষায় হাজার হাজার প্রবাদ রয়েছে। যেগুলো চিরসত্য ও মানব উন্নয়নের জন্য প্রযোজ্য। আমরা জানি মানুষ ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা জীব। মানুষের বিবেক রয়েছে। বুদ্ধি রয়েছে। মানুষের রয়েছে চিন্তা করার অনেক ক্ষমতা। যে ক্ষমতা অন্য প্রাণিকুলের নেই। মানুষ তার চিন্তা-চেতনার দ্বারা নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে। পারে জীবনকে নানা ব্যাধি থেকে মুক্ত রাখতে। আমরা জানি, জীবনটা ফুলের বিছানার মতো সুন্দর নয়। এ জীবনে নানা বাধা আসবে। সমস্যা আসবে। সংক্রামক ব্যাধিসহ নানা ব্যাধি আসবে। অতীতেও এরকম রোগ-ব্যাধি এসেছিল। যেমন বর্তমানে এসেছে কোভিড-১৯ বা করোনা ভাইরাস ব্যাধি। কিন্তু আমরা যদি সচেতন হই তাহলে সুরক্ষা পাবো। তাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যেকটি নাগরিককে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। সাবান দিয়ে বার বার হাত ধুতে হবে। আমরা যেন বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হই। অর্থাৎ বাড়িতে থাকি। জনসমাগম এড়িয়ে চলি। যেখানে সেখানে কফ, থু-থু না ফেলি। নিজে বাঁচি, অন্যকে বাঁচানোর চেষ্টা করি। কেউ করোনা পজিটিভ হলে বা করোনায় আক্রান্ত হলে গোপন না রেখে চিকিৎসা গ্রহণ করি। রাষ্ট্রের সচ্ছল ব্যক্তিগণ, আসুন এই দুর্যোগকালীন গরিব ও নিম্ন আয়ের মানুষদের পুষ্টিকর খাদ্যসহ পাশে থাকার চেষ্টা করি। মানুষ মানুষের জন্য। এই চিরসত্য বাক্যটিকে মেনে চলে কর্মে এগিয়ে চলি। নীলফামারী থেকে
×