ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে করোনায় আ’লীগনেতাসহ ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১৭:৪৪, ১৫ জুলাই ২০২০

লক্ষ্মীপুরে করোনায় আ’লীগনেতাসহ ৪ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন এবং উপসর্গ নিয়ে আরো একজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের তিনজনের মধ্যে রয়েছেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কেরোয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান শাহজাহান কামাল (৬২), সদর উপজেলার দালাল বাজার পশ্চিম লক্ষ্মীপুর গ্রাম নিবাসী ৬৫ বছর বয়সী আহাম্মদ উল্যাহ, রামগঞ্জ উপজেলার পূর্ব কাজিরখিল গ্রামের বাসিন্দা ৮০ বছরের গোলাম করিব। অপরজন একই রামগঞ্জ উপজেলা নন্দনপুর গ্রামের নিবাসী নির্মল বণিক (৬৫) করোনা উপসর্গ নিয়ে মারা যান। মৃত. নির্মল বণিকের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭জন। তবে এদের মধ্যে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর করোনা আক্রান্ত হয়ে ২৫জনের মৃত্যুর রেকর্ড করেছে জেলা স্বাস্থ্য বিভাগ । এ ছাড়াও নতুন করে লক্ষ্মীপুরে গত ২৪ঘন্টায় আরো ২৬জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর ২২, রায়পুরে ৩ এবং রামগঞ্জ উপজেলায় ১জন রয়েছেন। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন, মাছ রাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি শাকের মো. রাসেল, দীপ্ত টিভির প্রতিনিধি তাপস সাহা ও সংবাদ কর্মী সুমন দাস। আক্রান্তদের মধ্যে আরো রয়েছেন দু’জন পুলিশ সদস্য, একজন স্বাস্থ্য কর্মী ও একজন দমকল বাহিনীর সদস্য। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১১২৩জন। অপরদিকে এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৬৪টি। এদিন সুস্থ হয়েছেন ৫০জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৬৯জন। এদিকে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বিভিন্ন স্থানে গরু বাজার, দোকান পাট, শপিং কমপ্লেক্স, মার্কেট, বিপনী বিতান, হাটবাজার, বাসষ্ট্র্যান্ড, টার্মিনাল, লঞ্চঘাট ও গ্রাম্যবাজারগুলোতে মানুষের জটলা বেড়েছে। মানুষ সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার করছেনা। মানুষের মধ্যে সচেতনাবোধ না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে চিকিৎসকরা আশংকা করছেন।
×