ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পীরগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৬:৩৪, ১৫ জুলাই ২০২০

পীরগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ আজ বুধবার পীরগঞ্জ থানা পুলিশ আম ব্যবসায়ী হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে। হত্যার পর উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় এর খুলনা মেট্রো- ক ১১-০০৬৭ নং প্রাইভেট কারটি লাশ অন্যত্রে সরিয়ে ফেলার কাজে ব্যবহার করায় প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হলো কোষারাণীগঞ্জ ইউনিয়নের আমিনুল ইসলামের পুত্র সাদ্দাম হোসেন (৩২), নারায়নপুর গ্রামের দরমিয়ান আলীর পুত্র বেল্লাল হোসেন (৩০), জগথা সরকারি কলেজের পূর্ব পার্শ্বে আব্দুর রহিম মিস্ত্রি এর পুত্র রোকন্জ্জুামান (৩০)। জানা গেছে ২নং কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের মৃত কালু মোহাম্মদ এর পুত্র ও আম ব্যবসায়ী আশরাফ আলী (৫০) রবিবার মোটর সাইকেল যোগে বাড়ি থেকে পীরগঞ্জ শহরে আসে এবং ওই দিন সে বাড়ি ফিরে যায়নি। সোমবার সকাল ১১টায় ৭নং হাজীপুর ইউনিয়নের খটশিংগা বাজারের পার্শ্বে ভুট্টা ক্ষেত থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা বুধবার দুপুরে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়ের কাছে হত্যা কান্ডের কথা স্বীকার করেছে এবং আসামিদের স্বীকারোক্তি মতে উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় এর প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ও অক্লান্ত পরিশ্রম করে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন এই হত্যা কান্ডের সাথে আসামিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
×