ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজার সৈকতে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

প্রকাশিত: ১৬:১৬, ১৫ জুলাই ২০২০

কক্সবাজার সৈকতে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখতে ও জীববৈচিত্র সংরক্ষনে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলাপ্রশাসন। সম্প্রতি সমুদ্র সৈকতে ভেসে আসা প্লাস্টিকজাত বর্জ্য অপসারণের অংশ হিসেবে এই কার্যক্রম চালু করা হয়েছে। সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে হিমছড়ি পয়েন্ট পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে পড়ে থাকা এই বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। আজ বুধবার সকালে সুগন্ধা পয়েন্ট থেকে এই কার্যক্রমের উদ্বোধন কালীন জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, সৈকত থাকবে পরিস্কার-পরিচ্ছন্ন। এই সৈকত থেকে ভেসে আসা সমস্ত বর্জ্য অপসারণ করা হবে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, কক্সবাজার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক নাজমুল হুদা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) ইমরান জাহিদ, এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ, ইয়েসের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন, সোশ্যাল এক্টিভিস্ট ফোরামের সমন্বয়ক এইচএম নজরুল ইসলাম, দরিয়ানগর গ্রীন বয়েজের সমন্বয়ক পারভেজ মোশারফ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য-কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এই বর্জ্য অপসারণ কাজে অংশগ্রহন করেছে স্থানীয় ১১টি পরিবেশ সংগঠন। এগুলো হল-এনভায়রনমেন্ট পিপল, ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস), কক্সবাজার নাগরিক আন্দোলন, টিম কক্সবাজার, কক্সিয়ান এক্সপ্রেস, দরিয়ানগর গ্রীণ ভয়েস, প্লাস্টিক ব্যাংক বাংলাদেশ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, উইকেন, তারুণ্যের প্রতিবাদ ও পরিবেশ বিক্ষণ।
×