ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে করোনায় আইনজীবীসহ ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১৫:৩৩, ১৫ জুলাই ২০২০

বাগেরহাটে করোনায় আইনজীবীসহ ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে করোনার উপসর্গ নিয়ে আরও দুই জন মারা গেছেন। মঙ্গলবার রাতে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট এনামুল হক টিপু (৬০) মারা যান। তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাগেরহাট শহরের কাপুড়িয়া পট্টিতে বসবাসকারী এ্যাডভোকেট টিপু বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক শেখ দবির উদ্দিনের ছেলে। অপরদিকে, বুধবার সকালে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ভর্তি বারেক শেখ (৬৩) মারা যান। তিনি রূপসা উপজেলার ঘাটভোগ গ্রামের রমিজ উদ্দিনের ছেলে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার নিশ্চিত করেন। এনিয়ে গত ৫ দিনে বাগেরহাটে বাপ-ছেলেসহ করোনা সংক্রমনে ৬ জন মারা গেলেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৮ জন, ফকিরহাট উপজেলায় ৮ জন, কচুয়া উপজেলায় ২ জন, চিতলমারী উপজেলায় ১ জন ও মোংলা উপজেলায় ১ জন। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪৩ জনে। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।
×