ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আরও এক মাস বন্ধ কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত

প্রকাশিত: ১১:৩৪, ১৫ জুলাই ২০২০

আরও এক মাস বন্ধ কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত

অনলাইন ডেস্ক ॥ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত আরও এক মাস বন্ধ থাকছে। কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডিয়ান এবং মার্কিন কর্মকর্তারা ২১ আগস্ট পর্যন্ত দুই দেশের সীমান্ত বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছেন। করোনা প্রাদুর্ভাবের কারণে গত মার্চ মাসে কানাডা-মার্কিন সীমান্ত বন্ধ করা হয়। এরপর থেকে প্রতি মাসে বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ২১ জুলাই সর্বশেষ মেয়াদ বাড়ানো হয়েছিল। এ নিয়ে চতুর্থবারের মতো মেয়াদ বাড়ানো হলো। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিনই প্রায় ৬০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। কানাডায় সে তুলনায় অনেক অনেক কম। যে কারনে কানাডিয়ানরা বর্ডার খুলে দেয়ার ব্যাপারে একমত নন। ইতিমধ্যে কংগ্রেসের মার্কিন সদস্যরা কানাডার সাথে যুক্তরাষ্ট্রে তার অংশীদারিত্বের সীমানা পুনরায় চালু করার জন্য চাপ দিয়েছেন। তবে কানাডিয়ানরা তা প্রত্যাখ্যান করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত মাসে ঘোষণা করেছিলেন, কানাডা এবং যুক্তরাষ্ট্র কমপক্ষে ২১ শে জুলাই পর্যন্ত দু'দেশের মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমাবদ্ধ রাখবে। কানাডার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মাসে জাস্টিন ট্রুডো জোর দিয়েই বলেছেন যে, কানাডার সীমানা আন্তর্জাতিক ভ্রমণে পুনরায় চালু করা ঝুঁকিপূর্ণ হবে কারণ বিশ্বব্যাপী দেশগুলো এখনও মহামারী নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার পর্যন্ত কানাডায় ১ লাখ ৮ হাজার ৪৮৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে এবং ৮,৭৯৮ জন মারা গেছে। সুস্থ হয়েছেন ৭২ হাজার ১৭০ জন।
×