ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা নবায়নের সুযোগ

প্রকাশিত: ০০:৫২, ১৫ জুলাই ২০২০

আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা নবায়নের সুযোগ

জনকণ্ঠ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের ভিসা ও আইডির মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়ন করতে পারবেন। এছাড়া যাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ ফুরিয়েছে, তাদের জরিমানা ছাড়াই সে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে আমিরাত সরকার। খবর বাংলানিউজের। মঙ্গলবার দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, যেসব বাংলাদেশী নাগরিকের ভিসা ও আইডির মেয়াদ গত ১ মার্চের পর শেষ হয়ে গেছে অথচ তারা বাংলাদেশসহ অন্য কোন দেশে অবস্থান করছেন, তারা আমিরাতে গিয়ে এক মাসের মধ্যে আবেদন করলে কোন ধরনের জরিমানা ছাড়াই ভিসা ও আইডির মেয়াদ বাড়াতে পারবেন। এছাড়া গত ১২ জুলাই থেকে যাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ ফুরিয়েছে, তারা আগামী এক মাসের মধ্যেই জরিমানা ছাড়া আরব আমিরাত ত্যাগ করতে পারবেন।
×