ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার হকি লীগ মাঠে ফিরতে বাধা করোনা

প্রকাশিত: ০০:২০, ১৫ জুলাই ২০২০

প্রিমিয়ার হকি লীগ মাঠে ফিরতে বাধা করোনা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে গড়াবে প্রিমিয়ার লীগ হকি। দুই মৌসুম বিরতির পর ঘরোয়া হকি মাঠে ফেরানোর অপেক্ষায় ফেডারেশনও, জানিয়েছেন সহসভাপতি আব্দুর রশিদ শিকদার। এদিকে নবেম্বরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে শীঘ্রই জাতীয় দলের ক্যাম্প শুরুর আহ্বান জানিয়েছেন খেলোয়াড়রা। নীল টার্ফের প্রিমিয়ার লীগ যেন বন্দী হয়ে পড়েছে স্মৃতির পাতায়। ২০১৭-১৮ মৌসুমের পর আর মাঠে গড়ায়নি হকির শীর্ষ লীগ। খেলোয়াড়দের তাইতো আকুল আবেদন ফেডারেশনের প্রতি। নতুন নেতৃত্ব এসেছে ফেডারেশনে, পেরিয়েছে বছর। লীগ শুরুর প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন নেই। যদিও কর্মকর্তারা বলছেন, করোনা পরিস্থিতিই এখন বড় বাধা। করোনায় স্থগিত হয়েছে বাংলাদেশে হওয়ার অপেক্ষায় থাকা জুনিয়র এশিয়া কাপ। তবে এখনও সম্ভাবনা হয়ে আছে নবেম্বরের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। অন্য দলগুলো যখন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে করোনার মাঝেও শুরু করে দিয়েছে প্রস্তুতি। তখন বাংলাদেশে ভিন্ন চিত্র। জাতীয় দলের কার্যক্রম নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন।
×