ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আমার সময়ে সাকিব খেললে নিজেকে ভাগ্যবান মনে করতাম ॥ বুলবুল

প্রকাশিত: ০০:১৮, ১৫ জুলাই ২০২০

আমার সময়ে সাকিব খেললে নিজেকে ভাগ্যবান মনে করতাম ॥ বুলবুল

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৩টি টেস্ট খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। নিভৃতেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এই উজ্জ্বল নক্ষত্রকে। যদিও বলা হয়েছিল আরেকটি টেস্ট খেলিয়ে বিদায় দেয়া হবে কিন্তু সেটি হয়নি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর আর চেষ্টা করেও ফিরতে পারেননি। বিষয়টি নিয়ে এখনও হতাশা ও আফসোস কাজ করে তার মধ্যে। সেই বুলবুল জানিয়েছেন তার সময়ে সাকিব আল হাসান খেললে নিজেকে ভাগ্যবান মনে করতেন তিনি। সেই সঙ্গে সাকিবের মতো বোলারকে খেলতে পারলে তার নিজেরও অনেক উন্নতি হতো বলে দাবি করেছেন বুলবুল। এখন বাংলাদেশ দলে সাকিবের মতো একজন ক্রিকেটার খেলছেন এটা অনেক বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি। সম্প্রতি এক অনলাইন লাইভ অনুষ্ঠানে এসব কথা বলেন বুলবুল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক প্রথম টেস্টেই খেলেছেন বুলবুল। আর ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে তিনি ১৪৫ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দিয়ে বেশ কিছু রেকর্ড গড়েন। কিন্তু সাবেক এ অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় ঘটেছে জাতীয় দল থেকে বাদ পড়ার মাধ্যমে। দেশের ক্রিকেটে ঐতিহাসিক পারফর্মেন্স করার পরও বুলবুুলের বিদায়টা হয় একেবারেই নীরবে, নিভৃতে। ক্রিকেট ক্যারিয়ারের শেষদিকে এসে বেশ অবহেলারই শিকার হয়েছেন তিনি। যদিও দেশের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন তিনি। এ বিষয়ে বুলবুল বলেন, ‘যখন ২০০১ সালে জাতীয় দল থেকে বাদ পড়লাম তখনও অবসর নেইনি। ভেবেছিলাম হয়তো সুযোগ আসবে। আমাকে বলাও হয়েছিল একটা টেস্ট ম্যাচ খেলে আমাকে বিদায় দেয়া হবে। কিন্তু আমার সেই সুযোগটাও হয়নি। এক পর্যায়ে আমাকে কোন দলই নিচ্ছিল না। সেই বছর আমি বিমানের হয়ে ৭টি অর্ধশতক হাঁকিয়েছিলাম। তারপরও আমাকে কেউ নিচ্ছিল না। এমনও হয়েছিল যে শান্ত (হাসিবুল হোসেন) আমাকে বলেছিল যে ভাই চলেন আপনি কলেজ ক্রিকেট খেলবেন ময়মনসিংহে। কিন্তু সেখানেও আমাকে কেউ দলে নিচ্ছিল না।’ শেষ পর্যন্ত সবধরনের ক্রিকেটকে বিদায় জানান বুলবুল। এভাবে বিদায় হওয়াতে এখনও কিছুটা আফসোস কাজ করে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময়ে বেশ কিছু ক্রিকেটারকে দেখে বুলবুল ভুলে যান সেসব। বিশেষ করে সাকিবের পারফর্মেন্স দেখে মাঝে মাঝে মনে হয় তার সময়ে যদি সাকিব খেলতেন তাহলে খুব ভাল হতো। সাকিবকে নিয়ে বুলবুল বলেন, ‘সাকিব যদি আমাদের আমলে খেলত তাহলে আমি খুব খুশি হতাম ওকে দলে পেলে। ও নিঃসন্দেহে বেশ ভাল বোলার। মাঝে মাঝে সাকিবকে মেসেজ পাঠাতাম আমি। জিজ্ঞেস করতাম তুমি যে নিউজিল্যান্ডের ওই ম্যাচে আর্ম বল করলে সেটা কিভাবে করলে? ও উত্তর দিত, হয়ে গেছে ভাই। সাকিবের মতো বোলারকে যদি খেলতে পারতাম ওই সময় নিজেকে খুবই ভাগ্যবান মনে করতাম।’ নিজে সাকিবকে সতীর্থ হিসেবে পাননি। কিন্তু সাকিবের ব্যাট-বলের ধারাবাহিক দুর্দান্ত নৈপুণ্য বাংলাদেশ দলকে নিয়মিতই দারুণ কিছু অর্জন এনে দিচ্ছে। এ বিষয়ে বুলবুল বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান, আমাদের দেশে ওর মতো একটা ক্রিকেটার সার্ভিস দিচ্ছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ক্রিকেট জ্ঞান সবমিলিয়ে। আপনি দেখেন প্রতিটা ফরমেটে যেভাবে ও বোলিং ব্যাটিং ফিল্ডিং করছে সেটি দুর্দান্ত। স্পিনার সাকিবের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে ভাল মনে হয়, ওর বল ডেলিভারিটা। আর ওর যে মনোভাব সেটা আসলেই অন্যরকম।’
×