ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর এক জয় পেলেই শিরোপা রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০০:১৮, ১৫ জুলাই ২০২০

আর এক জয় পেলেই শিরোপা রিয়াল মাদ্রিদের

জাহিদুল আলম জয় ॥ ২০১৭ (২০১৬-১৭ মৌসুম) সালের পর স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। লীগের ইতিহাসে নিজেদের ৩৪তম শিরোপা জিততে গ্যালাক্টিকোদের প্রয়োজন আর মাত্র দুই পয়েন্ট। অর্থাৎ নিজেদের শেষ দুই ম্যাচে হার এড়ালেই উৎসবে মেতে উঠবেন সার্জিও রামোস-করিম বেনজেমারা। তবে জিনেদিন জিদানের শিষ্যরা শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান না। তারা আগামীকাল বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালকে হারিয়েই শিরোপা জয়ের উৎসব করতে চান। ওইদিন ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানোতে খেলবে লস ব্লাঙ্কোসরা। গত সোমবার রাতে গ্রানাডাকে তাদেরই মাঠে ২-১ গোলে হারানোর কারণেই শিরোপার খুব কাছে পৌঁছে গেছে রিয়াল। বিজয়ী দলের হয়ে গোল দু’টি করেন ফারলান্ড মেন্ডি ও করিম বেনজেমা। বর্তমানে ৩৬টি করে ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী ও শিরোপার আরেক দাবিদার বার্সিলোনার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে রিয়াল। তাদের ভা-ারে জমা ৮৩ পয়েন্ট। পক্ষান্তরে বার্সার পয়েন্ট ৭৯। করোনা মহামারীর কারণে স্থগিত থাকা লা লিগা ফের শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোন ম্যাচেই পরাজয়ের মুখ দেখেনি রিয়াল। নয় ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচেও প্রথমার্ধে ছয় মিনিটের জাদুতে জয় পেয়েছে রিয়াল। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল সফরকারীরা। আক্রমণাত্মক খেলার ফলও এসে যায় প্রথম ১০ মিনিটের মধ্যে। ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোর বাড়িয়ে দেয়া বলে বুলেটগতির শটে দলের প্রথম গোলটি করেন মেন্ডি। এরপর ১৬ মিনিটে ক্রোয়েট মিডফিল্ডার লুকা মডরিচের দারুণ পাস ধরে বাঁকানো শটে জাল খুঁজে নেন ফরাসী ফরোয়ার্ড বেনজেমা। প্রথমার্ধে রিয়ালের রক্ষণে তেমন ফলপ্রসূ আক্রমণ শানাতে পারেনি গ্রানাডা। কিন্তু বিরতির পর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই (৫০ মিনিট) গোলরক্ষক থিবাউ কুর্তোয়াকে পরাস্ত করেন স্বাগতিক দলের স্ট্রাইকার ডারউইন ম্যাচিস। ব্যবধান কমানো গোলের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে গ্রানাডা। কিন্তু সফল হতে পারেনি তারা। ফলে শিরোপা জয়ের সুবাস পেতে থাকা জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তবে এ জন্য জিদানের শিষ্যদের বেশ সংগ্রাম করতে হয়েছে। গত বছর দ্বিতীয় টায়ার থেকে উন্নীত হওয়া গ্রানাডা এবারের পুরো মৌসুমেই বিস্ময়কর পারফর্মেন্স উপহার দিয়েছে। এই ম্যাচেও তারা অনেকটা সমানতালে লড়াই করেছে। ম্যাচশেষে তৃপ্ত রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, প্রতিটি মৌসুমের শুরুতেই আমাদের লক্ষ্য থাকে লীগ জয় করা। এখন আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে। আমরা ট্রফির কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। তবে এতসব ভাবছেন না রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। তিনি পরের ম্যাচেই উৎসব করতে চান। তারকা এই ডিফেন্ডার ম্যাচশেষে বলেন, এটা (শিরোপা) আমাদের কাছে বিশাল অর্থ বহন করে। পুরো বছরের ধারাবাহিকতার ফসল আমরা হাতে পেতে যাচ্ছি। হতে পারে করোনার কারণে বিরতির সময় আমরা সবাই বিষয়টি উপলব্ধি করতে পেরেই নিজেদের শিরোপা দৌড়ে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত করেছি। আশা করছি বৃহস্পতিবারই আমরা শিরোপা জয় উদযাপন করতে পারব। লীগ জেতাটা হবে আমাদের ধারাবাহিক পারফর্মেন্সের ফল। আমরা সত্যিকারের চ্যালেঞ্জে লড়াই করছি। তবে কিছুটা সতর্কও থাকতে চান রামোস। কিছুতেই পা হড়কাতে চান না। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা ঠিক শিরোপা আমাদের আরেকটু কাছে এসেছে। কিন্তু আমরা নির্ভার হতে পারি না। আমাদের সতর্ক ও লক্ষ্যে স্থির থাকতে হবে। কারণ অসচেতন থাকলে আমরা ছন্দ হারাতে পারি।
×