ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিমান বাহিনীর সেবা

করোনা উপসর্গ নিয়ে পবিপ্রবি ভিসি সস্ত্রীক বিএসএমএমইউতে ভর্তি

প্রকাশিত: ০০:০৭, ১৫ জুলাই ২০২০

করোনা উপসর্গ নিয়ে পবিপ্রবি ভিসি সস্ত্রীক বিএসএমএমইউতে ভর্তি

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৪ জুলাই ॥ করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার এমআই-১৭১ এসএইচ যোগে পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তাদের বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। পবিপ্রবি ফুড টেকনোলজি এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ শরিফুর রহমান বলেন, গত ৫ দিন থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন ভাইস চ্যান্সেলর ও তার স্ত্রী। সোমবার তারা বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন। করোনা টেস্টের জন্য স্যাম্পল দিয়েছেন। কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই তাদের কাশি বেড়ে যাওয়ায় সকাল সাড়ে ১০টায় জরুরী ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারে পটুয়াখালী থেকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
×