ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএসপি পদোন্নতির বিষয়টি দীর্ঘদিন ঝুলে আছে

প্রকাশিত: ২৩:২৮, ১৫ জুলাই ২০২০

এএসপি পদোন্নতির বিষয়টি দীর্ঘদিন ঝুলে আছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরেই ঝুলে আছে। এতে অনেক পরিদর্শকের মধ্যে হতাশা কাজ করছে। সারাদেশে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ শতাধিক পদ শূন্য রয়েছে। পদোন্নতি না হওয়ায় অনেকেরই পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে পুলিশে প্রায় সাড়ে ৩ হাজার পরিদর্শক রয়েছেন। যাদের মধ্যে অনেকেরই চাকরির মেয়াদ শেষ পর্যায়ে। ইতোমধ্যেই অনেকেই অবসরে চলে গেছেন। নিয়মানুযায়ী অনেকেই যাচ্ছেন। কারো কারো মৃত্যুও হয়েছে। পদোন্নতি আটকে থাকাদের দাবি, নিয়ম অনুযায়ী ১০ থেকে ১২ বছর ধরে ইন্সপেক্টর পদে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য তাদের অনেকেই রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও বাংলাদেশ পুলিশ পদকসহ (বিপিএম) বিভিন্ন ধরনের পদক পেয়েছেন। অথচ মন্ত্রণালয় আর সরকারী কর্মকমিশন সচিবালয়ে (পিএসসি) চিঠি চালাচালির মধ্যে আটকে রয়েছে তাদের পদোন্নতি। সর্বশেষ ২০১৮ সালে ৬০ জনকে দেয়া হয়।
×