ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভৈরবে তিন অবৈধ কয়েল কারখানাকে মোবাইল কোর্টের জরিমানা

প্রকাশিত: ২৩:২৭, ১৫ জুলাই ২০২০

ভৈরবে তিন অবৈধ কয়েল কারখানাকে মোবাইল কোর্টের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৪ জুলাই ॥ মঙ্গলবার দুপুরে ভৈরব পৌর শহরের বঙ্গবন্ধু সরণি সংলগ্ন বালুর মাঠ এলাকায় তিনটি অনুমতিহীন মশার কয়েল উৎপাদনের কারখানার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্র্যম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিসা। এ সময় অভিযানে ছিলেন কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ডিপুটি কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ, ভৈরব পৌরসভার স্যানেটারি পরিদর্শক নাসিমা বেগম। জরিমানাকৃতরা হলো জোনায়েদ কেমিক্যালের জোনায়েদ মিয়াকে ৪ লাখ টাকা, মেহেদী ক্যামিকেলের সোহাগকে ৪ লাখ টাকা ও শ্যামল সাহাকে ২ লাখ টাকা। এই তিনজন কয়েল কারখানা মালিক আটটি ব্রান্ডের কয়েল অবৈধভাবে উৎপাদন করছিল বলে র‌্যাব জানায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিসা জানান, কারখানা মালিকরা সরকারী অনুমোদন ছাড়া অবৈধভাবে দেশের নামকরা বিভিন্ন ব্রান্ডের কয়েল নকল করে দীর্ঘদিন ধরে উৎপাদন করছিল।
×