ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাল্কা প্রকৌশল পণ্য রফতানিতেও ভর্তুকি দেবে সরকার

প্রকাশিত: ২৩:১০, ১৫ জুলাই ২০২০

হাল্কা প্রকৌশল পণ্য রফতানিতেও ভর্তুকি দেবে সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ হাল্কা প্রকৌশল পণ্য রফতানিতেও ভর্তুকি সুবিধা দেবে সরকার। শর্ত পরিপালন সাপেক্ষে টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি)’র মাধ্যমে অগ্রিম রফতানিমূল্য প্রত্যাবাসন ব্যবস্থায় হাল্কা প্রকৌশল পণ্য রফতানির বিপরীতে ভর্তুকি পাবেন রফতানিকারকরা। মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় রফতানি ঋণপত্র অথবা চুক্তিপত্রের আওতায় রফতানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি কিংবা ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে প্রত্যাবাসিত রফতানি আয়ের বিপরীতে ভর্তুকি প্রদানের পাশাপাশি নিম্নলিখিত শর্ত পরিপালন সাপেক্ষে টিটি’র মাধ্যমে অগ্রিম রফতানিমূল্য প্রত্যাবাসন ব্যবস্থায় হাল্কা প্রকৌশল পণ্য রফতানির বিপরীতে ভর্তুকি প্রযোজ্য হবে। টিটি’র মাধ্যমে অগ্রিম রফতানিমূল্য প্রত্যাবাসনের শর্তযুক্ত রফতানি ঋণপত্র/চুক্তিপত্রের বিপরীতে রফতানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে বিদেশী ক্রেতার যথার্থতা/বিশ্বাসযোগ্যতা, মূল্যের সঠিকতা এবং বাংলাদেশ থেকে প্রকৃত রফতানির নিমিত্ত অগ্রিম মূল্য প্রত্যাবাসন সম্পর্কে টিটি বার্তার ভাষ্য ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে নিশ্চিত হয়ে নিতে হবে।
×