ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে আক্রান্ত ৯ লাখ ছাড়াল

প্রকাশিত: ২৩:০৯, ১৫ জুলাই ২০২০

ভারতে আক্রান্ত ৯ লাখ ছাড়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই স্বাস্থ্যকর্মীদের সুখবর দিলো ইউরোপের দেশ ফ্রান্স। মহামারীর মধ্যে সামনে থেকে লড়াই করা দেশটির সম্মুখযোদ্ধাদের বেতন বাড়াল ফরাসী সরকার। এছাড়া করোনার উৎস খুঁজে পেতে চীনে বিশেষজ্ঞ দল পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এদিকে ওয়াল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৫ লাখ ৭৭ হাজার ৯৬৩ জন। আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৩ লাখ ৪১ হাজার ৪৬৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৭৭ লাখ ৮৮ হাজার ২১০ জন। খবর সিএনএন, বিবিসি, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া, খালিজ টাইমস, আরব নিউজ, আলজাজিরা, সিনহুয়া ও এনডিটিভির। ভারতে আক্রান্ত ৯ লাখ ছাড়াল ॥ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছেই। দেশটিতে এর মধ্যেই আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৪৯৮ জন। তবে আগের দিন এই সংখ্যা ছিল ২৯ হাজার। দেশটিতে বর্তমানে করোনাভাইরাসের এ্যাক্টিভ কেস ৩ লাখ ১১ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। ফলে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ হাজার ৭২৭ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৯২৪। এর মধ্যে মারা গেছে ১০ হাজার ৪৮২ জন। মহারাষ্ট্রে কোভিড সংক্রমণের বেশিরভাগই মুম্বাইতে। হজে নিষেধাজ্ঞা না মানলে জরিমানা ॥ করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে এবারের হজে মুজদালিফা, মিনা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার। এই নির্দেশ অমান্য করলে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে হাজিদের। দেশটির স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এক সরকারী সূত্র জানায়, সংক্রমণ রোধে নেয়া সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা অমান্য করলে শাস্তির বিধান অনুমোদন দিয়েছে সরকার। করোনার উৎস খুঁজতে চীনে ডাব্লিউএইচও’র দল ॥ করোনাভাইরাসের উৎস সম্পর্কে রয়ে গেছে এখনও অনেক প্রশ্ন। কোথা থেকে প্রাণঘাতী এই ভাইরাস এলো তা নিয়ে এখনও জল্পনা কল্পনা শেষই হচ্ছে না। সে কারণেই এবার করোনার উৎস সম্পর্কে জানতে চীনে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) একটি দল। চীনে বিশেষজ্ঞদের যাওয়ার বিষয়টি সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিজেই নিশ্চিত করেছেন। বলা হচ্ছে, করোনা ছড়িয়ে পড়ার উৎস খুঁজতেই এসেছেন তারা।
×