ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোর-৬ ও বগুড়া-১ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

প্রকাশিত: ২৩:০৩, ১৫ জুলাই ২০২০

যশোর-৬ ও বগুড়া-১ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

জনকণ্ঠ ডেস্ক ॥ যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। যশোর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ও বগুড়া-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিজস্ব সংবাদদাতা কেশবপুর থেকে জানান, যশোর-৬ কেশবপুর আসনে উপনির্বাচনে বেসরকারীভাবে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩। তার নিকটতম লাঙ্গল প্রতীকের হাবিবুর রহমান ১ হাজার ৬শ’৭৮ ভোট। ধানে শীষ প্রতীকে ভোট ২০১২ ভোট। সর্বমোট ভোট সংখ্যা ২,০৩,০১৮ জন। বাতিল ভোট- ১৩৭৪ ভোটাধিকার প্রদানের হার- ৬৩.৫৭%। স্টাফ রিপোর্টার বগুড়া অফিস জানান, বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের উপনির্বাচনে ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্রের বেসরকারী ফলে আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী ভোট পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৫শ’৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতউল্লাহ ইন্তাজ ভোট পেয়েছেন ২ হাজার ২শ’৪৭ টি। মোট ৩ লাখ ৩০ হাজার ৮শ’৯৩ জন ভোটারের মধ্যে প্রায় ৪৯ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন। বিজয়ী প্রার্থী প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সহধর্মিণী।
×