ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে তুরাগ নদীর দূষণ রক্ষায় ৪ কারখানা সিলগাল, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২২:০১, ১৪ জুলাই ২০২০

টঙ্গীতে তুরাগ নদীর দূষণ রক্ষায় ৪ কারখানা সিলগাল, ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীতে তুরাগ নদী দূষন রোধে গাজীপুর জেলা প্রশাসন এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ টি শিল্প প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে দক্ষিণ শিলমুণে অবস্থিত গ্রিন টাচ ফ্যাশন কে ইটিপি ছাড়া ওয়াশিং কার্যক্রম পরিচালনা করে তুরাগ নদী দূষণ করায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। স্মার্ট ডিজাইন নামক আরেকটি ওয়াশিং কারখানা বাইপাস লাইনের মাধ্যমে ওয়াশিং এর দূষিত বর্জ্য নির্গমন করে তুরাগ নদী দূষণ করায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার নিবিড় (পপুলার) ওয়াশিং, রূপসী ওয়াশিং, ফ্যাশন ডিজাইন ওয়াশিং, হোয়াইট হাউজ ওয়াশিং নামক চারটি ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেয়া হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক জনাব শেখ মোজাহীদ। আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ। তুরাগ নদী সহ গাজীপুর জেলার সকল নদ নদী ও খাল রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছেন।
×