ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী ১৫ জুলাই সমাহিত করা হবে এন্ড্রু কিশোরকে

প্রকাশিত: ১৮:১৫, ১৪ জুলাই ২০২০

আগামী ১৫ জুলাই সমাহিত করা হবে এন্ড্রু কিশোরকে

অনলাইন রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া থেকে দুই ছেলেমেয়ে দেশে ফিরলে ১৫ জুলাই জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য হবে বলে জানিয়েছেন স্বজনেরা। তারা জানান, রাজশাহীর সার্কিট হাউজ এলাকার খ্রিষ্টিয়ান সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে। বর্তমানে মরদেহ রাখা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে হার মানেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরে জন্মস্থান রাজশাহীতে বোনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই সোমবার সন্ধ্যা ৭টায় মারা যান জনপ্রিয় এই শিল্পী। বয়স হয়েছিল ৬৪ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক নেমে এসেছে শিল্পাঙ্গন এবং তার অসংখ্য ভক্ত শ্রোতার মাঝে। এর আগে ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ১১ জুন দেশে ফেরেন প্লেব্যাক সম্রাট। তারপর থেকে রাজশাহীতেই চিকিৎসা নিচ্ছিলেন।
×