ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটা সৈকতের বেলাভূমে মৃত পচা অর্ধগলিত তিমি

প্রকাশিত: ১৮:০৮, ১৪ জুলাই ২০২০

কুয়াকাটা সৈকতের বেলাভূমে মৃত পচা অর্ধগলিত তিমি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কুয়াকাটা সৈকতের শূন্যপয়েন্টের প্রায় চার কিলোমিটার পূর্বদিকে বেলাভূমে একটি বিশাল আকৃতির মৃত অর্ধগলিত তিমি মাছের মৃতদেহ পড়ে আছে। স্থানীয় জেলেরা জানায় তিনদিন আগে এটি ভেসে বেলাভূমে আটকে গেছে। পচে-গলে এটি থেকে এখন দূর্গন্ধ ছড়াচ্ছে। অতিসম্প্রতি তিমি প্রজাতির একটি শুশকের মৃতদেহ সৈকতের শুন্যপয়েন্টের পশ্চিম দিকে বেলাভূমে আটকে থাকতে দেখা গেছে। এটি পচে গলে একাকার হয়ে গেছে। কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, গভীর সমুদ্রে মাছ শিকারিদের জালে হয়তো বা এসব তিমি প্রাণি আটকে মারা যেতে পারে। জেলেরা জানান, এসব মৃত প্রাণি তাৎক্ষণিক বালুচাপা দেয়া প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। কুয়াকাটা পৌরসভার মেয়রকে বলা হচ্ছে।
×