ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রকাশিত: ১৭:৩০, ১৪ জুলাই ২০২০

আড়াইহাজারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিল্পী আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১১টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়িসত্যবান্দি এলাকা থেকে পুলিশ শিল্পী আক্তারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত শিল্পী আক্তার উপজেলার দড়িসত্যবানন্দী এলাকার মৃত সুমনের স্ত্রী ও সোনারগাঁও উপজেলার মহজমপুর এলাকার আঃ লতিফের মেয়ে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, আট বছর আগে উপজেলার দড়িসত্যবান্দি এলাকার লিয়াকত আলীর ছেলে সুমনের সঙ্গে শিল্পী আক্তারের বিয়ে হয়। তাদের দুইটি সন্তান রয়েছে। গত ১ বছর আগে শিল্পীর স্বামী মারা যায়। এরপর থেকে শিল্পী আক্তার মহজমপুর পিত্রালয়ে বসবাস করতে থাকে। শিল্পী আক্তার রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় একটি কারখানায় কাজ শিখতে যায়। সোমবার বিকেলে তার ছেলে মেয়েকে দেখার জন্য শ্বশুর বাড়িতে যায়। সোমবার রাতে স্থানীয় লোকজন দড়িসত্যবান্দি এলাকার একটি বাড়ির টয়লেটের ট্যাংকির পিছনে শিল্পী আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের ভাই বিদ্যুতের অভিযোগ, তার বোনের শ্বশুর বাড়ির লোকজন শিল্পী আক্তারকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার সঠিক কারণ নির্নয় করা যাবে। এ ঘটনায় নিহতের পিতা থানায় অভিযোগ দিয়েছেন। আশাকরি দুএকদিনের মধ্যেই এ ঘটনাটির রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।
×