ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উখিয়ায় ইয়াবাসহ কমিউনিটি পুলিশিং নেতা আটক

প্রকাশিত: ১৭:২৯, ১৪ জুলাই ২০২০

উখিয়ায় ইয়াবাসহ কমিউনিটি পুলিশিং নেতা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও কমিউনিটি পুলিশিং নেতাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার দিবাগত গভীর রাতে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছেন র‌্যাব। আটকরা হলেন, পালংখালী ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বালুখালী পূর্ব পাড়ার মৃত নজির আহমদ চৌধুরীর পুত্র নুরুল আবছার চৌধুরী ও মৃত ইসলাম মিয়ার পুত্র জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উখিয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক নুরুল আলম চৌধুরী। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে জনৈক নুরুল আবছার চৌধুরী বসতঘরের সামনে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এ সংবাদে ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করলে পালিয়ে যাবার সময় দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের তল্লাশি করে একটি সাক্ষরকৃত ৬ লক্ষ টাকার চেক, ৩টি এটিএম কার্ড ও ২টি সাক্ষরকৃত স্ট্যাম্প এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত।
×