ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিতলমারীতে স্থগিত হল খাল খননের কাজ

প্রকাশিত: ১৭:২৯, ১৪ জুলাই ২০২০

চিতলমারীতে স্থগিত হল খাল খননের কাজ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের চিতলমারীতে খনন শুরু হবার কিছুদিনের মধ্যে বর্ষার কারণে স্থগিত করা হল খাল খনন। ২’শ ৫৬ কোটি টাকা ব্যয়ে বাগেরহাটে নদী-খাল খনন কাজ শুরু হয়। আগামিতে খনন কাজ সম্পূর্ণ যথাযথ হবে কিনা এ বিয়টি নিয়ে জনমনে দেখা দিয়েছে। তবে মঙ্গলবার দুপুরে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান জানান, খাল খননের বিষয়টি নিয়ে কারো কোন ভুল বোঝার অবকাশ নেই। অতি বৃষ্টির কারণে সাময়িক ভাবে খনন কাজ স্থগিত করা হয়েছে। শুকনো মৌসুমে পূণ:রায় খনন কাজ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম জানান, খনন কাজ স্থগিতের বিষয়টি তাকে এখনো জানানো হয়নি। এ বিষয়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবেন। তিনি আরো জানান, নদী-খালের পাশে অবৈধ স্থাপনা থাকলে সেগুলি সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে। পাশাপাশি পাটা, ভেঁসাল দিয়ে নদীতে যারা পানির প্রবাহে বাধা সৃষ্টি করছে তাদেরও সতর্ক করা হচ্ছে। নদী-খাল বাঁচাতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
×