ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে পশুরহাটে সেরা আকর্ষণ বড় মিয়া ও কালু, দাম ১৫ লাখ

প্রকাশিত: ১৭:২৮, ১৪ জুলাই ২০২০

বাগেরহাটে পশুরহাটে সেরা আকর্ষণ বড় মিয়া ও কালু, দাম ১৫ লাখ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে কোরবানির পশুরহাটে এবারের সেরা গরু বড় মিয়া ও কালুকে ঘিরে ক্রেতাদের মধ্যে বেশ সাড়া পড়েছে। বড় মিয়া ও কালুকে দেখলে যে কারও চোখ জুড়িয়ে যায়। ৪০ মনের বড় মিয়া ও কালুর দাম ১৫ লক্ষ টাকা নির্ধারণ করেছেন খামারি। আড়াই বছরের বড় মিয়া ও দুই বছরের কালু-ই জেলার সেরা গরু এমন দাবি করেছেন মালিক মোঃ মোহন হাওলাদারের। করোনা দুর্যোগের মধ্যেও সৌন্দর্য্য, ওজন ও রংয়ের কারণে ধর্ণাঢ্য শৌখিন ক্রেতারা দাম বলতে শুরু করেছেন। আবার ক্রয়ের সাধ্য না থাকলেও কৌতুহল বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজারের পেছনেই বড় মিয়া ও কালুর বসবাস। বিদেশ ফেরত মোহন হাওলাদারের নিজ খামারে ২ বছর ৬ মাস আগে জন্ম হয় ফ্রিজিয়ান জাতের ষাড় বড় মিয়ার। ৮ ফুট সাত ইঞ্চি লম্বা বড়মিয়ার উচ্চতা এখন ৫ ফিট ৮ ইঞ্চি। ওজন হবে ২০ মনের উপরে। কালো রংয়ের মধ্যে সামনের, পিছনের পা ও পেটের শেষের দিকে আছে সাদা চক্ররা। কালো মাথার মাঝে রয়েছে বড় একটি সাদা চিতা। যা বড়মিয়াকে আলাদা সৌন্দর্য্য দিয়েছে। ২ বছর বয়সী একই জাতের কালুর উচ্চতা এখন ৬ ফুট। ৯ ফুট ৩ ইঞ্চি লম্বা কালুর ওজন হবে ২০ মনের উপরে। সারা শরীরে কালো রং থাকলেও, মাথায় রয়েছে সাদা চিতা। বাগেরহাট জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, দেপাড়া বাজারের মোহন হাওলাদার একজন ভাল খামারী। তাকে প্রথম থেকেই আমরা প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছি। এবছর তার খামারে আকর্ষনীয় দুটি গরু রয়েছে। গরু দুটোর আকার বেশ বড়। দেশীয় খাবারেই মোটাতাজা করা হয়েছে এদেরকে। কোরবানির আগ মুহুর্তে হয়ত ভাল দামেই বিক্রি হবে।
×