ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দোকানে মাস্ক না রাখলে জরিমানা

প্রকাশিত: ১১:০১, ১৪ জুলাই ২০২০

দোকানে মাস্ক না রাখলে জরিমানা

অনলাইন ডেস্ক ॥ ইংল্যান্ডে আগামী ২৪ জুলাই থেকে দোকান ও সুপারশপে মাস্ক রাখা বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।যুক্তরাজ্য ছাড়াও স্কটল্যান্ড, ইতালি, স্পেন, জার্মানিতে এই নিয়ম ইতোমধ্যে বলবৎ আছে। মে মাস থেকেই যুক্তরাজ্যের নাগরিকদের ঘরের বাইরে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া ১৫ই জুন থেকে দেশটিতে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৯১ হাজার ৬৯১ জন। মোট মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৯১৫ জনের। বিবিসি।
×