ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় পত্রিকা এজেন্টকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ০১:১৪, ১৪ জুলাই ২০২০

আশুলিয়ায় পত্রিকা এজেন্টকে মারধরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জুলাই ॥ আশুলিয়ায় এক পত্রিকা এজেন্টকে মারধর ও প্রাণনাশের হুমকিসহ তার অফিস থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে একটি বেসরকারউ টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরবের বিরুদ্ধে। সোমবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার করিম সুপার মার্কেটে ওই পত্রিকার এজেন্ট ব্যবসায়ী নেছার উদ্দিন খানের অফিসে এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার সকালে পত্রিকা বিক্রি শেষে ভুলে অফিসে তালা না দিয়ে বাড়ি চলে যান ব্যবসায়ী নেছার ও তার কর্মচারীরা। পরে বেলা সাড়ে এগারোটার দিকে বিষয়টি মনে হলে অফিসে এসে আলমগীর হোসেন নীরবসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে তার প্রয়োজনীয় কাগজপত্রাদি ওলট-পালট করতে দেখেন। এতে ব্যবসায়ী নেছার ও তার সহকর্মী খোরশেদ আলম বাধা দিলে তাদের অশ্লীল গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে আলমগীর হোসেন নীরব, ফরহাদ, বিপ্লব, আলতাফসহ বেশ কয়েকজন তাদের এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে নীরব এজেন্ট অফিসের ক্যাশে থাকা প্রায় ৫০ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এবিষয়ে আলমগীর হোসেন নীরব ওই এজেন্ট অফিসে কারও অনুপস্থিতিতে প্রবেশের বিষয়টি স্বীকার করলেও মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করেন। আশুলিয়া থানার এসআই ফজর আলী জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×