ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ পেলে কাউকে ছাড় নয় ॥ স্বাস্থ্য সচিব

প্রকাশিত: ২২:৫০, ১৪ জুলাই ২০২০

অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ পেলে কাউকে ছাড় নয় ॥ স্বাস্থ্য সচিব

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আবদুল মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু আমাদের অনেক সময় তথ্য উপাত্ত পেতে কিছুটা বিলম্ব হয়। তিনি বলেন, সরকারী-বেসরকারী কোন হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল বা জেকেজি যারা অপরাধ করেছে কাউকে আমরা ছাড় দিচ্ছি না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোন জায়গায় অনিয়ম দুর্নীতির কোন তথ্য প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। এরই মধ্যে আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন কিন্তু বসেই নেই। তারা কাজ করছে। দুর্নীতি দমন কমিশনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ও তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তানজিয়া সালমা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ও জেলা করোনা ফোকালপার্সন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
×