ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাপানে দুই মার্কিন ঘাঁটি লকডাউন

প্রকাশিত: ২২:৪৮, ১৪ জুলাই ২০২০

জাপানে দুই মার্কিন ঘাঁটি লকডাউন

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই খুলেছে ডিজনি ওয়ার্ল্ড। আর ইতালির চেয়েও বড় মৃত্যুপুরী হয়ে উঠেছে এখন মেক্সিকো। ভারতে একদিনে ফের রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর লাতিন আমেরিকার দেশ কিউবা শতভাগ করোনামুক্ত হবার পথে রয়েছে। অন্যদিকে ফিলিপিন্সে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনায় এবার জাপানে দুই মার্কিন ঘাঁটি লকডাউন করা হলো। ইরানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। -খবর বিবিসি, সিএনএন, এএফপি, রয়টার্স, আরব নিউজ, এনডিটিভি, ফ্রান্স ২৪, সোশ্যালিস্ট প্রোজেক্ট ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সোমবার পর্যন্ত বেড়ে এক কোটি ৩১ লাখ ৪১ হাজার ৪৬৭ জন। মৃতের সংখ্যাও বেড়েছে। বিশ্বে এখনও পর্যন্ত মারা গেছেন পাঁচ লাখ ৭৩ হাজার ৩৫০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৬ লাখ ৬০ হাজার ৮৭৭ জন। চিকিৎসাধীন আছেন ৪৮ লাখ ৮৯ হাজার ৪০৪ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৫৮ হাজার ৬৮৯ জন। একদিনে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩০ হাজার ৩৭০ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন হাজার ৯৫৬ জন। বিশ্বে একদিনে রেকর্ড শনাক্ত ॥ বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বজুড়ে একদিনে রেকর্ড দুই লাখ ৩০ হাজার ৩৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় পাওয়া তথ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। এর আগে ১০ জুলাই একদিনে দুই লাখ ২৮ হাজার ১০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর পাওয়া যায়। এতদিন সেটাই ছিল বিশ্বে একদিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডের তথ্য জানাচ্ছে, নতুন আক্রান্তদের নিয়ে বিশ্বজুড়ে শনাক্ত মোট রোগীর সংখ্যা ছিল এক কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৫১ জন। কোভিড-১৯ এ দৈনিক মৃত্যুর সংখ্যা গত বেশ কিছুদিন ধরে পাঁচ হাজারের কাছাকাছি থাকছে। করোনা সংক্রমণে জানুয়ারির শুরুর দিকে প্রথম মৃত্যুর পর সাত মাসের মাথায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ৬৮ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত ৩৩ লাখ ৪ হাজার ১৪২ জন রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ১৮ লাখ ৬৪ হাজারের বেশি রোগী নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আর তৃতীয় স্থানে থাকা ভারতে ৮ লাখ ৪৯ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এ পর্যন্ত। এক লাখ ৩৫ হাজার ১৯০ জনের মৃত্যুতে বিশ্বের মৃতের সংখ্যায়ও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ৭২ হাজারের বেশি মৃত্যু নিয়ে এরপরই আছে ব্রাজিল। আর তৃতীয় স্থানে থাকা ব্রিটেনে ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। বিশ্বজুড়ে করোনা লকডাউন শিথিল হওয়ার পর থেকে নতুন রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে বলে মত বিশেষজ্ঞদের। সংক্রমণ বাড়ার মধ্যেই খুললো ডিজনি ওয়ার্ল্ড ॥ যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিদিন রেকর্ড করোনা সংক্রমণের মধ্যেই ফ্লোরিডায় খুলে দেয়া হয়েছে জনপ্রিয় থিম পার্ক ‘ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড’। দীর্ঘ প্রায় চারমাস বন্ধ থাকার পর শনিবার সকালে ডিজনি ওয়ার্ল্ডের ম্যাজিক কিংডম’ এবং ‘এ্যানিমেল কিংডম’ খুলে দেয়া হয়েছে। ১৫ জুলাইয়ে ডিজনি ওয়ার্ল্ডের এপকট এবং হলিউড স্টুডিওগুলো খুলে দেয়া হতে পারে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৪ লাখ ১৪ হাজার ১০৫ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৫৬০ জন। ১৭ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ১৫ হাজার ৮২২ জনের অবস্থা আশঙ্কাজনক। একদিনে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৩৪৯ জন। মারা গেছে ৩৮০ জন। শুধু ফ্লোরিডাতেই আক্রান্তের সংখ্যা আড়াই লাখের বেশি। ইতালির চেয়েও বড় মৃত্যুপুরী মেক্সিকো ॥ করোনায় মৃত্যুর ঘটনায় ইতালিকে ছাপিয়ে গেছে এই মুহূর্তে মহামারীর অন্যতম হটস্পট মেক্সিকো। মোট মৃত্যুর হিসাবে বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে উঠে এসেছে তারা। করোনায় মেক্সিকোর চেয়ে বেশি মানুষ মারা গেছে একমাত্র যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ব্রিটেনে। মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ২৭৬ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬ জন। ইতালিতে করোনায় মারা গেছেন মোট ৩৪ হাজার ৭৫৪ জন। তবে ইউরোপের দেশ ইতালিতে মহামারীর প্রকোপ অনেকটাই কমে এসেছে। দেখতে দেখতেই ইতালির চেয়ে বড় মৃত্যুপুরী হয়ে উঠেছে মেক্সিকো। ভারতে মৃত আরও ৫০০ ॥ ভারতে লাগামহীন গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। পুরোনো সব রেকর্ড গুঁড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৯ হাজার ১০৮ জন। এর মধ্যে এক মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন প্রায় আট হাজার। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে দেশটিতে নতুন করে ২৮ হাজার ৭০১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৮ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ সেখানে করোনায় আক্রান্ত হলেন। ভারতে এ পর্যন্ত ২৩ হাজার ১৭৪ জনের প্রাণ কেড়েছে করোনা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৫০০ জন। এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজার ৯০৮ জন। করোনা থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ১ শতাংশ। শতভাগ করোনামুক্ত হবার পথে কিউবা ॥ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে লড়তে কিউবানদের ধৈর্য, শক্তি বা সাহস হয়ে দাঁড়িয়েছে পাথরের মতো কঠিন। বিপদের মুখে সরকারী নির্দেশনা মানার প্রবণতাটাও হয়তো এসেছে সেখান থেকেই। যেজন্য মার্কিনীদের মতো করোনাও দাঁড়াতে পারল না তাদের সামনে। খুব শীঘ্রই শতভাগ করোনামুক্ত হওয়ার পথে রয়েছে ক্যারিবিয়ান দেশটি। লাতিন আমেরিকার অন্যান্য দেশে যখন তাণ্ডব চালাচ্ছে মহামারী করোনা, সেখানে কিউবায় মোটেও সুবিধা করতে পারেনি ভাইরাসটি। ফিলিপিন্সে রেকর্ডসংখ্যক রোগীর মৃত্যু ॥ লকডাউন শিথিল করে বিপাকে পড়েছে ফিলিপিন্স। দেশটিতে সোমবার একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬২ জন। মৃত্যুর সঙ্গে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১২৪ জন। আগে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল এক হাজার ৫৩৪ জন। জাপানে দুই মার্কিন ঘাঁটি লকডাউন ॥ এবার মার্কিন ঘাঁটিতে করোনার হানা। জাপানের ওকিনাওয়া প্রদেশে অবস্থিত দুটি মার্কিন নৌঘাঁটিতে করোনা ছড়িয়ে পড়ায় সেগুলো লকডাউন করা হয়েছে। মার্কিন সেনারা জাপানে করোনা ছড়াচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর ওকিনাওয়ার মার্কিন নৌঘাঁটি দুটি লকডাউন করা হয়। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপটিতে কয়েক হাজার মার্কিন সেনা রয়েছেন। সেখানে কর্মরত দেড় শতাধিক বেসামরিক লোকের করোনা শনাক্ত হওয়ার পর স্থানীয় প্রশাসন মার্কিন ঘাঁটিগুলো লকডাউনের চাপ দেয়।
×