ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাদার হাত ধরে থাকা নাতি সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ২১:০০, ১৪ জুলাই ২০২০

দাদার হাত ধরে থাকা নাতি সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৩ জুলাই ॥ সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা এলাকায় ইট ভর্তি ট্রাকচাপায় মারা গেল মোস্তাফিজুর রহমান (৫) নামের এক শিশু। সোমবার সকাল ৯টার দিকে দাদা আকত আলীর সঙ্গে বাস্তা বাসস্ট্যান্ডে বাজার করতে গিয়ে রাস্তা পার হওয়ার অপেক্ষায় দাদার হাত ধরে দাঁড়িয়ে থাকা শিশুটিকে ঢাকাগামী ইট ভর্তি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের সামনে নাতির পিষ্ট হওয়ার ঘটনায় দেখে জ্ঞান হারিয়ে ফেলেন দাদা। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাভারের হেমায়েতপুর জামাল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালক ফজর আলীকে আটক করেছেন। রাজশাহীতে দুই স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এছাড়া ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন আরেক নারী। সোমবার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম শাকিব (৭)। সে নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। আর নিহত নারীর নাম রজবা বেওয়া (৫৫)। হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় তার বাড়ি। স্বামীর নাম মৃত জয়নাল আবেদিন। আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ জানান, দুপুরে টুলটুলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় শিশু শাকিব গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকালে হড়গ্রাম রায়পাড়া এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রজবা বেওয়া। নওগাঁয় ওয়ার্কশপ মিস্ত্রি নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, রবিবার রাত ৮টার দিকে সাপাহার আম বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (৩৫) নিহত হয়েছে। নিহত মোস্তাফিজুর উপজেলা সদরের মরাপুকুর মহল্লার ধলুর পুত্র। সে পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি বলে জানা গেছে। জানা গেছে, ওই সময় স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোর সামনে আম বাজারে প্রতিদিনের মতো মোস্তাফিজুর রাস্তায় যানজট নিরসনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিল। ঘটনার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় তার মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে গেলে ঘটনাস্থলেই মোস্তাফিজুর প্রাণ হারায়। মাদারীপুরে কাঠমিস্ত্রি নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রলির চাপায় লিটন হাওলাদার (২৫) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুলপদ্বীর আনসার ব্যাটেলিয়ান ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন হাওলাদার সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের খলিল হাওলাদারের ছেলে। সে শহরের একটি ফার্নিচার দোকানে কাজ করত। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সদর উপজেলার মস্তফাপুর থেকে ট্রলি বোঝাই করে বিদ্যুতের খুঁটি নিয়ে চালক ঝাউদি এলাকায় যাচ্ছিল। বিপরীত দিক থেকে বাইসাইকেল চালিয়ে শহরে আসছিল কাঠমিস্ত্রি লিটন। কুলপদ্বীর আনসার ক্যাম্পের সামনে ট্রলিটি লিটনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×