ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইন অমান্য করায় জরিমানা

প্রকাশিত: ২০:৫৯, ১৪ জুলাই ২০২০

আইন অমান্য করায় জরিমানা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ জুলাই ॥ শেরপুরে করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনা করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই শেরপুরের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে অভিযান পরিচালনা করে। ওই সময় সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়ার বালুরঘাট মডেল স্কুলের অধ্যক্ষ ও পরিচালক রেজাউল করিম সাদা পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এক শিক্ষকসহ ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ। পরে জরিমানার টাকা দিয়ে মুক্ত হন ওই দুইজন।
×