ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেকুয়ায় মেম্বারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীকে নির্যাতন

প্রকাশিত: ২০:৫৮, ১৪ জুলাই ২০২০

পেকুয়ায় মেম্বারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় চুরির অপবাদে মোছাদ্দেক নামে এক যুবককে বর্বর নির্যাতন চালিয়েছেন ইউপি সদস্যের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। গুরুতর অবস্থায় নির্যাতনের শিকার যুবককে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে পেকুয়া মগনামা বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার যুবক বারবাকিয়া পূর্ব জালিয়াকাটার মৃত ছাবের আহমদ সওদাগরের পুত্র। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোছাদ্দেক অভিযোগ করে জানান, বিবাহসূত্রে মগনামার বাজারপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করছেন। স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু প্রায় সময় তার স্ত্রীকে কুপ্রস্তাব দিত। কিন্তু তার স্ত্রী সে প্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্য প্রায় সময় তাদের স্বামী-স্ত্রী দুইজনকে হুমকি দিত। মারধরের শিকার মোছাদ্দেকের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার এক পায়ে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। মোছাদ্দেকের স্ত্রী জানান, ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত রবিবার রাত সাড়ে ১০টার দিকে তার স্বামীকে বাড়ি থেকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে হাত-পা রশি দিয়ে বেঁধে চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে। তার স্বামী চোর নয়। তার স্বামীকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে ইউপি সদস্য ও তার সাঙ্গপাঙ্গরা অমানবিক নির্যাতন চালিয়েছে। তিনি এ ঘটনায় ইউপি সদস্যের বিচার দাবি করেছেন।
×