ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে অনলাইনে ‘পশুর হাট’ এ্যাপস উদ্বোধন

প্রকাশিত: ২০:৪৭, ১৪ জুলাই ২০২০

সিরাজগঞ্জে অনলাইনে ‘পশুর হাট’ এ্যাপস উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আসন্ন ঈদ-উল আজহাকে সামনে রেখে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ঘরে বসে অনলাইনে ‘পশুর হাট’ নামে পশু বেচা-কেনার মোবাইল এ্যাপের উদ্বোধন করা হয়েছে। ‘পশুর হাট’ এ্যাপস উদ্বোধন অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে জুম এ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন। সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার অনলাইনে জুম এ্যাপের মাধ্যমে যুক্ত হয়ে ‘পশুর হাট’ এ্যাপটির উদ্বোধন করেন। জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ‘করোনাকালীন দেশের এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই।’ দেশের এই পরিস্থিতিতে, অনলাইনে কোরবানি পশু বিক্রির সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক তরুণ খামারি ন্যায্যমূল্যে তাদের গরু-ছাগল বিক্রি করতে পারবেন। মানুষ যাতে প্রতারিত না হয় সেজন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অফিস এবং পুলিশ বিভাগের সমন্বয়ে অনলাইনে কোরবানি পশু কেনা- বেচার কার্যক্রম তদারকির পরামর্শ দেন।
×