ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবির ঝর্ণার পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২০:৪৪, ১৪ জুলাই ২০২০

চবির ঝর্ণার পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণার পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কলা অনুষদ সংলগ্ন পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাটহাজারী ফায়ার স্টেশনের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। নিহত সাইফুর রহমান মুন্না হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের সিরাজুল হকের ছেলে। সে হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, কলা অনুষদ সংলগ্ন পাহাড়ী এলাকায় স্থানীয় লোকজন চাষাবাদ করে। ঝর্ণার পাশ দিয়ে চাষের জমিতে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায় সে। বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া জানান, টানা বৃষ্টির কারণে পাহাড়ী ঢলে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। ফলে তার পক্ষে আর সাঁতরে কূলে ওঠা সম্ভব হয়নি। পরে ডুবুরি দল ২ ঘণ্টা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে।
×