ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধোনির সাফল্য নিয়ে গম্ভীরের বিস্ফোরক মন্তব্য

প্রকাশিত: ১৪:২০, ১৩ জুলাই ২০২০

ধোনির সাফল্য নিয়ে গম্ভীরের বিস্ফোরক মন্তব্য

অনলাইন ডেস্ক ॥ ভারতকে দুটি বিশ্বকাপ এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। একটি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও পাইয়ে দিয়েছেন। পরিসংখ্যানের বিচারে তিনি তাই সেরা অধিনায়ক। কিন্তু অনেকের মতোই এটা মানতে রাজি নন গৌতম গম্ভীর। সাবেক ভারতীয় ওপেনার তথা বর্তমান বিজেপি সাংসদের মতে, ধোনি আসলে ভাগ্যবান ক্রিকেটার। নেতৃত্বের কারণে নয়, স্রেফ ভাগ্যের জোরেই সে এত সাফল্য পেয়েছে! স্টার স্পোর্টস শো ক্রিকেট কানেক্টেডে দেওয়া সাক্ষাতকারে গম্ভীর বলেন, 'ধোনি একজন ভাগ্যবান অধিনায়ক। কারণ তিন ফরম্যাটেই ধোনি দারুণ দল পেয়েছিল। ২০১১ সালে বিশ্বকাপের নেতৃত্ব দেওয়া বেশ সহজ ছিল। কারণ ওই দলটায় শচীন, শেবাগ, আমি, যুবরাজ, ইউসুফ, কোহলির মতো ক্রিকেটাররা ছিল। আমাদের দলটা সেরা ছিল। দাদা (সৌরভ গাঙ্গুলী) অনেক কঠোর পরিশ্রম করেছিলেন। দাদার সেই পরিশ্রমের ফসল তুলেছে ধোনি।' ধোনির সঙ্গে গম্ভীরের সম্পর্ক মোটেও সুবিধার নয়। ২০১১ বিশ্বকাপের ফাইনালে ধোনি নায়ক হলে পার্শ্বনায়ক অবশ্যই গম্ভীর। দলকে বিপদ থেকে তিনিই টেনে তুলেছিলেন। এখনও মাঝেমধ্যে ধোনিকে খোঁচা মারতে ছাড়েন না গম্ভীর। ক্রিকেট কানেক্টেডে দেওয়া সাক্ষাতকারে তিনি আরও বলেন, 'টেস্টে ধোনি যে এত সফল তার সিংহভাগ কৃতিত্ব জাহির খানের। ধোনির কাছে উনি ছিলেন আশীর্বাদের মতো। এবং এর পুরো কৃতিত্বই ছিল সৌরভের। আমার মতে, জাহির খান ভারতের সেরা বিশ্বমানের বোলার।'
×