ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় ময়ূর-২ এর মাস্টার গ্রেফতার

প্রকাশিত: ১৩:১৩, ১৩ জুলাই ২০২০

লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় ময়ূর-২ এর মাস্টার গ্রেফতার

অনলাইন রিপোর্টার ॥ বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় অবহেলাজনিত মৃত্যু সংঘটনের মামলার অন্যতম আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার গ্রেফতার হয়েছে। সোমবার ভোরে র‌্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক সুজয় সরকার জানিয়েছেন। এ বিষয়ে সকাল ১১টার দিকে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। তার আগে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে তিন দিনের রিমান্ড শেষে রবিবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গত ২৯ জুন ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা ছোট লঞ্চ মর্নিং বার্ড ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় নৌ-পুলিশের এসআই শামছুল আলম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে সেখানে আসামি করা হয়। প্রাণহানির ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৩৩৭ ও ৩৪ ধারায় অবহেলাজনিত মৃত্যু সংঘটনসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার নয়টি কারণ চিহ্নিত করে বলা হয়, ময়ূর-২ লঞ্চের ধাক্কাতেই মর্নিং বার্ড ডুবে প্রাণহানি ঘটে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ২০ দফা সুপারিশও দিয়েছে তদন্ত কমিটি।
×