ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বে একদিনে ২ লক্ষাধিক মানুষের করোনা শনাক্তের রেকর্ড

প্রকাশিত: ১২:১৭, ১৩ জুলাই ২০২০

বিশ্বে একদিনে ২ লক্ষাধিক মানুষের করোনা শনাক্তের রেকর্ড

অনলাইন ডেস্ক ॥ বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ। এটি এখন পর্যন্ত একদিনে সর্বাধিক সংখ্যক শনাক্তের রেকর্ড। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখ ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা তিন লাখ ৬১ হাজার ছাড়িয়েছে।আজ (১৩ জুলাই) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ মুহূর্তে বিশ্বে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা এক কোটি ৩০ লাখ ৩৫ হাজারের বেশি। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭১ হাজারের বেশি। তবে এর মধ্যে সুস্থ হয়েছে ৭৫ লাখ ৮২ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। সেখানে প্রতিমুহূর্তে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ট্র্যাকার অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখের বেশি। সেখানে মৃত্যু হয়েছে এক লাখ ৩৫ হাজারের বেশি জনের। চার-পাঁচ দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হচ্ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৬ হাজারের বেশি মানুষ। করোনায় আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৬৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৭২ হাজারের বেশি মানুষের। মৃতের হিসাবেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা অন্তত আট লাখ ৪৯ হাজার ৫৩৩ জন, আর মৃতের সংখ্যা ২২ হাজার ৬৭৪ জন। আক্রান্তের হিসাবে চার নম্বরে রয়েছে রাশিয়া। সেখানে সাত লাখ ২৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ১১ হাজার ৩১৮ জনের। করোনায় আক্রান্তের হিসাবে পঞ্চম স্থানে রয়েছে পেরু। সেখানে মোট তিন লাখ ২৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৭০ জনের। এ ছাড়া আক্রান্তের হিসাবে ষষ্ঠ স্থানে রয়েছে চিলি। সেখানে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা তিন লাখ ১৫ হাজার ৪১ জন, মৃতের সংখ্যা ছয় হাজার ৯৭৯ জন। মেক্সিকোতে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৯ হাজার ৭৫০ জন, মৃতের সংখ্যা ৩৫ হাজারের বেশি। করোনায় মৃত্যুর হিসাবে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। সেখানে মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৯০৪ জন, আক্রান্ত হয়েছে দুই লাখ ৯১ হাজারের বেশি মানুষ।
×