ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীন সীমান্তে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনছে ভারত

প্রকাশিত: ১১:০২, ১৩ জুলাই ২০২০

চীন সীমান্তে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনছে ভারত

অনলাইন ডেস্ক ॥ এখনও উত্তপ্ত পূর্ব লাদাখের সীমান্ত পরিস্থিতি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৭২ হাজার সিগ সয়ার অ্যাসল্ট রাইফেল কেনার জন্য তোড়জোড় করছে ভারতীয় সেনা। গত বছর যুক্তরাষ্ট্রকে ৭২ হাজার ৪০০ টি অ্যাসল্ট রাইফেলের বরাত দেওয়া হয়েছিল। ২০১৯ সালের প্রথম দিকে ৭০০ কোটি টাকার সেই চুক্তি সই করেছিল ভারত। এবারও জরুরী প্রয়োজনীয়তা মেটাতে অস্ত্র কেনার নিয়মের একটি গুরুত্বপূর্ণ ধারা প্রয়োগ করে রাইফেল কেনার তোড়জোড় করা হচ্ছে। সেনাদের আট লাখ অ্যাসল্ট রাইফেলের চাহিদা পূরণের জন্য সিগ সয়ার কেনা হচ্ছে। নতুন রাইফেল ভারতের হাতে এলে ধাপে ধাপে একাধিক সীমাবদ্ধতা থাকা ৫.৫৬ এমএম ইনসাস রাইফেল তুলে নেওয়া হবে, যা ২২ বছর আগে ব্যবহার করা শুরু করেছে সেনা। বাকি চাহিদা মেটানো হবে আমেঠির করওয়াতে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে তৈরি একে-২০৩ অ্য়াসল্ট রাইফেলের মাধ্যমে। কতৃপক্ষ জানান, সেই রাইফেল কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপাতত দাম নিয়ে আলোচনা চলছে। সিগ সয়ার অ্য়াসল্ট রাইফেল কেনার পাশাপাশি বন্দুকের জন্য যুক্তরাষ্ট্র থেকে এক্সক্যালিবার নির্ভুল অস্ত্রের বরাত দিয়েছে ভারত। একইসঙ্গে গত মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মস্কো সফরে দ্রুত অস্ত্র এবং গোলাগুলি পাঠানোর আশ্বাস দিয়েছে রাশিয়া। এদিকে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চলতি সপ্তাহে আবারো বৈঠক করতে পারে ভারতীয় এবং চীনা সেনা। কতৃপক্ষরা জানিয়েছেন, আপাতত বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হচ্ছে। কোর কমান্ডার পর্যায়ের সেই বৈঠকে গুরুত্বরপূর্ণ ফিঙ্গার এরিয়া এবং ডেসপ্যাং এলাকা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারপর সেনা সরানোর পরবর্তী পর্যায় শুরু হতে পারে বলে বলছে কতৃপক্ষ।
×