ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

অকালে মা হারানো শিশুর পাশে জেলা প্রশাসক

প্রকাশিত: ২৩:৩১, ১৩ জুলাই ২০২০

অকালে মা হারানো শিশুর পাশে জেলা প্রশাসক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ জুলাই ॥ ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে গত ২৩ জুন রাতে ট্রাক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে মোট ৪ জন নিহত হয় এবং সে দুর্ঘটনায় পাঁচ বছর বয়সী শিশু রহিমুল্লাহ তার মাকে অকালে হারালেও সে অলৌকিকভাবে বেঁচে যায়। ওই সময় ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও অধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম হাসপাতালে গিয়ে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসাবাবদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেন। রবিবার জেলা প্রশাসক পুনরায় ওই শিশুটির খোঁজখবর নিতে তার বাড়ি বালিয়াডাঙ্গীর পাড়িয়া গ্রামে যান এবং তার বাবার সঙ্গে কথা বলেন। তার পড়ালেখা খরচ বহনের জন্য একটি গাভী, ৪টি ছাগলসহ নগদ অর্থ প্রদান করেন। তিনি প্রদানকৃত গরু, ছাগলগুলো লালন-পালনের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে শিশু রহিমুল্লাহ পড়ালেখার প্রয়োজনীয় খরচ চালানোর পরামর্শ দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল আলম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
×