ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন ফিশিংবোটকে জরিমানা

প্রকাশিত: ২৩:২৮, ১৩ জুলাই ২০২০

তিন ফিশিংবোটকে জরিমানা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিন ফিশিংবোট মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় রবিবার ভোরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এ জরিমানা করেন। জানা গেছে, সংশ্লিষ্টদের চোখ এড়িয়ে সাগর গভীরে ইলিশ শিকার শেষে তিনটি ফিশিংবোট উপজেলার চরহালিম সংলগ্ন দারছিড়া নদীতে ফিরে আসে। এ সময় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালায়। নিষেধাজ্ঞা অমান্যকারী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরহালিম গ্রামের আলী সিকদারকে ২৫ হাজার, মোছলেম সিকদারকে ২৫ হাজার ও দুলাল আকনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, জেলেদের শিকার করা ইলিশ মাছ সাগরেই বিক্রি করে দেয়া হয়েছে। তারপরও ট্রলারগুলো থেকে ২৪ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
×