ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসির রেকর্ড, ভিদালের গোলে জয় বার্সিলোনার

প্রকাশিত: ২৩:২১, ১৩ জুলাই ২০২০

মেসির রেকর্ড, ভিদালের গোলে জয় বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপার আশা এক প্রকার শেষ হয়ে গেছে। যে কারণে বার্সিলোনার খেলাতে ধার কমে গেছে। যে প্রমাণ পাওয়া যাচ্ছে দলটির খেলায়। নিজেদের সর্বশেষ দুই ম্যাচেই কোনরকমে টেনেটুনে জয় পেয়েছে কাতালানরা। স্প্যানিশ লা লিগায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদকে হারাতেই ঘাম ছুটেছে বর্তমান চ্যাম্পিয়নদের। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে বার্সিলোনা জিতেছে ১-০ গোলে। বার্সার জয়ে একমাত্র গোলটি করেন চিলিয়ান ফরোয়ার্ড আর্টুরো ভিদাল। এই জয়ে শিরোপা জয়ের সম্ভাবনা এখনও বাঁচিয়ে রেখেছে কিকে সেতিয়েনের দল। বর্তমানে ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে বার্সিলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে রিয়াল বেতিসকে ১-০ গোলে হারিয়ে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত করেছে তৃতীয় স্থানে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৬ ম্যাচে দিয়াগো সিমিওনের দলের ভা-ারে জমা ৬৬ পয়েন্ট। ম্যাচের ৭৩ মিনিটে ইয়ানিক কারাসকোর ক্রস থেকে দিয়াগো কোস্টা ম্যাচের একমাত্র গোলটি করেন। যদিও এর আগে এ্যাটলেটিকোর দুটি গোল ভিএআর-এর সহায়তায় বাতিল হয়ে যায়। ৫৭ মিনিটে এ্যাটলেটিকোর ফুলব্যাক মারিও জারমোসো লালকার্ড দেখে মাঠ ছাড়েন। এতে অবশ্য এ্যাটলেটিকোর জয়ে সমস্যা হয়নি। ভায়াদোলিদের মাঠে খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারী বার্সিলোনা। এরপরও দলটির হয়ে গৌরবময় রেকর্ড গড়েছেন সুপারস্টার লিওনেল মেসি। তার এ্যাসিস্ট থেকেই ম্যাচের ১৫ মিনিটে ভিদাল জয়সূচক গোলটি করেন। এ নিয়ে চলতি মৌসুমে ২০তম এ্যাসিস্ট করেছেন মেসি। ২০০৯ সালে জার্ভি হার্নান্দেজের পর প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ২০টি এ্যাসিস্টের কৃতিত্ব দেখিয়েছেন আর্জেন্টাইন তারকা। এর মধ্য দিয়ে একবিংশ শতাব্দিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি বড় ইউরোপিয়ান লীগে একই মৌসুমে ২০টি গোল ও ২০টি এ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন মেসি। এর আগে ২০০২-০৩ মৌসুমে থিয়েরি অঁরি এই অনন্য রেকর্ড গড়েছিলেন। গুঞ্জন আছে আগামী ২০২১ সালে শেষ হতে যাওয়া চুক্তি নবায়নে অস্বীকৃতি জানিয়েছেন মেসি। একইসঙ্গে ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেছেন। শিরোপা ধরে রাখা কঠিন হয়ে পড়ায় জানুয়ারিতে কোচ কিকে সেতিয়েনের ভবিষ্যত নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। কিন্তু ভায়াদোলিদের বিরুদ্ধে গোছালো পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন সেতিয়েন। ৩-৫-২ ফর্মেশনে কোন ধরনের ছাড় তিনি দিতে চাননি। উইংব্যাকে খেলিয়েছেন নেলসন সেমেডো ও জর্ডি আলবাকে। তাদের সঙ্গে তৃতীয় ডিফেন্ডার হিসেবে ছিলেন সার্জেই রবার্টো। বিরতির সময় এ্যান্টোনিও গ্রিজম্যানের পরিবর্তে মাঠে নামেন লুইস সুয়ারেজ। তবে খুব একটা সুবিধা করতে পারেননি।
×