ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিয়ালের নায়ক এবার বদলে যাওয়া কোর্তোয়া!

প্রকাশিত: ২৩:২০, ১৩ জুলাই ২০২০

রিয়ালের নায়ক এবার বদলে যাওয়া কোর্তোয়া!

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আগে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে ঠিকানা গড়েছিলেন থিবো কোর্তোয়া। অনেকটা পারিবারিক কারণেই ইংল্যান্ড ছেড়ে স্পেনে গিয়েছিলেন বেলজিয়ামের এই তারকা গোলরক্ষক। তবে প্রথম মৌসুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কোর্তোয়া। যে কারণে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গোলপোস্টের নিচে গত মৌসুমের পারফর্মেন্স নিয়ে ব্যাপক সমালোচনার কবলে পড়েছিল কোর্তোয়া। কিন্তু চলতি মৌসুমে যেন দেখা গেল বদলে যাওয়া অন্য এক থিবো কোর্তোয়ার। ম্যাচের পর ম্যাচ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে অক্ষত রাখছেন জাল। আর তাতে নিজের একটি রেকর্ড নতুন করে লেখারও আশা জাগিয়েছেন রিয়াল মাদ্রিদের এই বেলজিয়ান গোলরক্ষক। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের গোল পোস্টের অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা কোর্তোয়া টানা ৪৫৭ মিনিট কোন গোল হজম করেননি। যে কারণেই তার সামনে এখন নতুন রেকর্ডের হাতছানি। আর ৭৮ মিনিট এই কৃতিত্ব দেখাতে পারলেই ছুঁয়ে ফেলবেন নিজের রেকর্ড। এর আগে একবার টানা ৫৩৫ মিনিট জাল অক্ষত রেখেছিলেন ২৮ বছর বয়সী এই গোলরক্ষক। স্প্যানিশ লা লিগায় সর্বশেষ গত শুক্রবার মাঠে নেমেছিল জিনেদিন জিদানের দল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল আলাভেস। আলাভেসকে সেদিন ২-০ গোলে হারায় বেল-বেনজেমারা। যার ফলে শিরোপা জেতার পথে আরও একধাপ এগিয়ে যায় রিয়াল। সেই ম্যাচে দুই ডিফেন্ডার সার্জিও রামোস আর দানি কারভাহালকে ছাড়াই খেলতে নেমেছিল সাবেক চ্যাম্পিয়নরা। দলের সেরা দুই তারকা ফুটবলারের অনুপস্থিতিতে দারুণ কিছু সেভ করেন কোর্তোয়া। বিশেষ করে ম্যাচ শুরুর ২৬ মিনিটে অলিভার বার্কের জোরালো নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি। শুধু তাই নয় দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটেও রক্ষকের ভূমিকায় দেখা যায় থিবো কোর্তোয়াকে। অসাধারণ কৌশলগত দক্ষতায় এবার তিনি ঠেকিয়ে দেন এদগার মেন্দেসের জোরালো শট। যে কারণেই সেই ম্যাচে কোন গোল হজম করতে হয়নি রিয়াল মাদ্রিদকে। যার ফলে টানা পাঁচ ম্যাচে জাল অক্ষত রাখেন ২০১৮ সালে ইংলিশ জায়ান্ট চেলসি থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখানো কোর্তোয়া। চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে গোল হজম করেছেন মাত্র ১৮টি। ম্যাচ প্রতি ০.৫৬ গোল হজম করে জামোরা এ্যাওয়ার্ড (লীগে সবচেয়ে কম গোল হজমের পুরস্কার) জয়ের দৌড়ে এখন পর্যন্ত শীর্ষে আছেন তিনি। গত চার মৌসুমে পুরস্কারটা পেয়েছেন এ্যাটলেটিকো মাদ্রিদের তারকা গোলরক্ষক ইয়ান ওবালাক। লীগে রিয়ালের বাকি এখনও তিন ম্যাচ। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ গ্রানাডা। জয়ের লক্ষ্যেই আজ গ্রানাডার মাঠে খেলতে নামবে জিনেদিন জিদানের দল। এই ম্যাচে জাল অক্ষত রাখতে পারলে আরও এক অবিস্মরণীয় রেকর্ড গড়বেন তিনি। হ্যাঁ, টানা ছয় ম্যাচে জাল অক্ষত রাখার রেকর্ড। যা ২০০৭-০৮ মৌসুমের পর কোন গোলরক্ষক পারেননি। তার ওপরে থাকবেন কেবল টানা সাত ম্যাচে এই কৃতিত্ব দেখানো ফ্রান্সিস্কো বুয়ো ও সান্তি কানিহারেস। এ্যাটলেটিকোর হয়ে ২০১৩-১৪ মৌসুমে লা লিগা শিরোপা জেতার পথে কোর্তোয়া ৩৪ ম্যাচে গোল হজম করেছিলেন ২৪টি। আর জাল অক্ষত রাখেন ২০ ম্যাচে। চলতি মৌসুমে এখন পর্যন্ত গোল হজম করেছেন মাত্র ১৮টি। জাল অক্ষত রেখেছেন ১৮ ম্যাচে।
×