ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪০ কার্যদিবসে এক লাখ ৭ হাজার জামিন নিষ্পত্তি

প্রকাশিত: ২৩:০৩, ১৩ জুলাই ২০২০

৪০ কার্যদিবসে এক লাখ ৭ হাজার জামিন নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার ॥ করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সুপ্রীমকোর্টের নির্দেশনা অনুসারে ৪০ কার্যদিবসে ১ লাখ ৭ হাজার ৩৭ জামিন আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৬৭৭ অভিযুক্তকে জামিন দিয়েছে আদালত। এছাড়া ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১১ হাজার ৫১৪ জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৪ হাজার ৯১৫ অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছে। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে। এ ছাড়া ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত সারাদেশের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৬ হাজার ৫৮৮ মামলায় আত্মসমর্পণ আবেদন নিষ্পত্তি হয় এবং মোট ২৩ হাজার ৩৯৬ অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছে। ২ জুলাই থেকে এ পর্যন্ত মোট ৪০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৬৫১ জন। রবিবার সুপ্রীমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×